English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৯:৪৬

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীর মৃত্যু

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নজির আহমেদ (৬০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গরু কেনার জন্য হাটে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।নজির আহমেদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে।  দুর্বৃত্তরা এ সময় তার কাছে থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলেও  জানা গেছে।

নজিরের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, গরু কেনার জন্য চাচা নজির আহমেদ ছেলে আবু বকর ও এক শ্যালককে সাথে নিয়ে সোমবার দুপুরে বাড়ি থেকে চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাটের উদ্দেশে রওনা হন। তাঁরা তিনজন আলমসাধুতে (ইঞ্জিনচালিত দেশীয় অবৈধ যান) চড়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মোড়ে পৌছান। সেখান থেকে শাপলা পরিবহনের একটি বাসে ওঠেন। নজির আহমেদ গরু কেনার ৪৫ হাজার টাকা নিয়ে বাসের ভেতরে যান। ভিড়ের কারণে ছেলে ও শ্যালক একই বাসের ছাদে ওঠেন। ডুগডুগি পশুহাটে বাসটি পৌঁছালে তারা নেমে পড়েন। বাস ছেড়ে দেওয়ার পর তারা বুঝতে পারেন নজির আহমেদ নামেননি। এর পর তারা তাকে খোঁজা শুরু করেন।

শাপলা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা টার্মিনালে পৌঁছানোর পর বাসের শ্রমিকেরা সিটে অজ্ঞান অবস্থায় নজিরকে দেখতে পান। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সউদ কবীর মালিক বলেন, অজ্ঞান অবস্থায় নজির আহমেদকে হাসপাতালে আনা হয়। তাকে অজ্ঞান পার্টির লোকজন বিষাক্ত কিছু খাইয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নজিরের ভাতিজা সাইফুল ইসলাম খবর পেয়ে সোমবার রাতেই হাসপাতালে পৌঁছে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে তাকে কেউ কিছু জানায়নি।