English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৯:৪৩

নীলফামারীতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সুমন মূখাজী
নীলফামারীতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী  সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সদরের চৌরঙ্গী মোড়ে এলাকায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

এসময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকারের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা উদীচীর সদস্য সেলিনা সাথী, জেলা ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক প্রকাশ রায়, সদস্য মুন্নি আক্তার, সম্পা রায়, সুবর্ণা আক্তার, তাপস রায় প্রমুখ।

বক্তারা দ্রুত দোষীদের চিহিৃত করে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।