English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:৫০

নোয়াখালীতে স্বতন্ত্রপ্রার্থীর প্রাণ নাশের হুমকি

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে স্বতন্ত্রপ্রার্থীর প্রাণ নাশের হুমকি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং চর এলাহী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ওপর হামলা ও প্রচার গাড়ি ভাংচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মাইন উদ্দিন ইকবাল।

সোমবার দুপুরে মাইজদীর একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ।  

মাইন উদ্দিন ইকবাল অভিযোগ করেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়ে নির্বাচনে প্রচার কাজ শুরু করি। আমার নির্বাচনী প্রচার কাজে প্রতিনিয়ত বাধা দিচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মীরা। পোস্টার, স্টীকার ছেঁড়াসহ নির্বাচনী অফিসে তালা লাগানো এবং কর্মীদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ভয়ে কোনো কর্মী আমার আমার পক্ষে কাজ করতে পারছে না।  

তিনি বলেন, জেলা নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এতে কোনো কাজ হয়নি। গতকাল ২৭ মার্চ আমার ছোট ভাই ব্যক্তিগত কাজে বাহির হলে তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাকের ভাই খোকনসহ কয়েকজন সন্ত্রাসী চরযাত্রা ০২ নং ওয়ার্ড ৫ নং সুইচ গেইটে প্রকাশ্যে শত শত মানুষের সামনে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সে বর্তমানে বসুরহাট উপশম ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।তার অবস্থা সংকটাপন্ন।

একই দিন বেলা ৩ টার সময় নির্বাচনী প্রচার মাইক, ২টি সিএনজি সম্পূর্ণ রূপে ভেঙ্গে ফেলে এবং ৫ জন লোককে বাঁশের লাঠি, রড, কিরিচ দিয়ে পিটিয়ে আহত করে, তাদের অবস্থা ও ভালো নয়। কিল্লার বাজার, গাংচিল বাজার, চৌরাস্তা বাজার, চান্দুমার্কেটে অফিস ভাংচুরসহ সমস্ত পোস্টার ছিড়ে ফেলে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে কর্মীদেরকে হুমকি দেয় আনারসের ভোট যে করবি তাকে রাস্তার ওপরে জবাই করা হবে।