English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:৪৮

জীবননগরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
নিজস্ব প্রতিবেদক
জীবননগরে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও চুয়াডাঙ্গার জীবননগর শুরু হয়েছে তিনদিন ব্যাপী  কৃষি ও প্রযুক্তি মেলা।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে আজ সোমবার বেলা ২টায় মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার। মেলায় ১৩টি স্টল রয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই জীবননগর উপজেলা চত্বর থেকে নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়।

কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজগার বলেন, ‘বর্তমান সরকার কৃষি ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যাবে সে ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখছে এ সরকার’।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজের সভাপতিত্বে একটি  উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভার স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষক লুৎফর রহমান লুতু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত হোসেন ও উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন।