English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:২৯

সমাজ থেকে দুর্নীতির মুল উপরে ফেলায় দুদকের প্রধান লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
সমাজ থেকে দুর্নীতির মুল উপরে ফেলায় দুদকের প্রধান  লক্ষ্য

 

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, সমাজ থেকে দুর্নীতির মুল উপড়ে ফেলাই দুদকের লক্ষ্য। এজন্য সমাজের-দেশের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের শাপলা চত্বরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত র‌্যালী পূর্ব মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন, দুদক-রাঙ্গামাটি উপ-পরিচালক সফিকুর রহমান ভুইয়া, সহকারী পুলিশ সুপার রইচ উদ্দিন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত উপস্থিত ছিলেন।

পরে দুদক কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিদের দুর্নীতি দমন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন।