English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:২৬

পাহাড়ে ষড়যন্ত্র: খাগড়াছড়িতে আ’লীগের সংবাদ সম্মেলন

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
পাহাড়ে ষড়যন্ত্র: খাগড়াছড়িতে আ’লীগের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকরা নির্মলেন্দু চৌধুরীকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবী করে জেলা শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদারসহ সংখ্যালঘু লোকজনদের হামলা, আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অভিযোগ সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করেন সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।  

জেলা আওয়ামীলীগের অপর সাধারণ সম্পাদক জাহেদুল আলম বহিস্কৃত সদস্য দাবী করে,তার দুই সহদর জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করে সংগঠিত ঘটনার জন্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ জড়িত নয়। পাহাড়ে বিজু এলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযো করা হয়।

সংবাদ সম্মেলনের কপি পাঠ করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খাঁন। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিতে গিয়ে জাহেদুল আলম গঠনতন্ত্র অনুসারে বহিস্কৃত বলে দাবী করে বর্তমানে তার সদস্য পদও বাতিল বলে জানান। এসময় পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখছে না বলে আওয়ামীলীগ এর পক্ষ থেকে অভিযোগ তুলেন।  

এসময় অন্যানদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,কল্যাণ মিত্র বড়–য়া, মংসুইপ্র“ চৌধুরী অপু, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, পাজেপ সদস্য ও আওয়ামীলীগ নেতা খোকনেশ্বও ত্রিপুরা,জুয়েল চাকমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এদিকে সহকারী পুলিশ সুপার মো: রইচ উদ্দিন জানান, পৌর মেয়র মো: রফিকুল আলম বাদী হয়ে পৌরসভায় হামলা ভাংচুরের অভিযোগে এবং জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু শিকদার তাঁর ওপর হামলার বাদী হয়ে পৃথক দুটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তদের হামলায় খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহবায়ক জানু সিকদার (৩৭) গুরুতর আহত হয়। রবিবার রাত পৌনে ১২ টার দিকে শহরে মাইকিং করে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ নিষেধাজ্ঞার জারির কথা স্বীকার করে বলেন, জনস্বার্থে জারি করা এ নিষেধাজ্ঞা কেউ লংঘন করলে তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।