English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:১৯

তনুর হত্যা: নোয়াখালীর বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
তনুর হত্যা: নোয়াখালীর বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ
তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের একাংশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

সোমবার সকাল ১১টায় শহরের টাউনহল মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিলম্বে হত্যাকাান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অপরদিকে, একই ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে জেলার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা চৌমুহনী চৌরাস্তা এলাকায় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন শেষে জেলা শহরে নোয়াখালী সরকারি কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও করে।