English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:১২

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মোঃ কামরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আজম এ আদেশ দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ অক্টোবর জেলার লোহাগড়া উপজেলার মাধবহাটি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে কামরুল ইসলাম লোহাগড়া থেকে যাত্রীবাহি বাস বিকাশ পরিবহন যোগে একটি ব্যাগে ৯৩বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ঢাকাতে যাওয়ার পথে কালনা ঘাটে লোহাগড়া পুলিশ কর্তৃক ধৃত হয়।

পরে পিএসআই মিলন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামকে অবৈধ মাদক দ্রব্য রাখার অপরাধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯এর(১) টেবিলের ৩(খ) ধারায় দোষী সাব্যস্ত করে যাবৎজীবন ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ কামরুল ইসলাম বর্তমান কারাগারে রয়েছে।