English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:০৬

নড়াইলে ৭ ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে ৭ ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা

উৎসবমুখর পরিবেশে নড়াইল সদরের ৭টি ইউনিয়নের ৩০জন চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়েছে।

সোমবার দুপুরে জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী’র নেতৃত্বে দলের ৭জন প্রার্থীর মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্রিং অফিসারের হাতে তুলে দেন।

আওয়মী লীগের দলীয় প্রার্থীরা হলেন- চন্ডিবরপুর ইউনিয়নের প্রার্থী মো: আজিজুর রহমান ভূইয়া, আউড়িয়ার মো: পলাশ মোল্যা, শাহাবাদের খশরুল আলম পলাশ, মুলিয়ার রবিন্দ্রনাথ অধিকারী, মাইজপাড়ার মো: জিল্লুর রহমান, হবখালী’র মো: রিয়াজুল ইসলাম চঞ্চল ও তুলারামপুরের মো: বুলবুল আহমেদ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র মো: জাহঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সৈয়দা জাহনার ওয়াহিদ, আওয়ামী লীগ নেতা কাজী ইসমাইল হোসেন লিটন, সভাপতি আওয়ামী স্বেচ্ছালীগের কেন্দ্রীয় সদস্য শাহ জালাল মুকুল, বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাফিজ খান মিলন, কৃষক লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি’র প্রার্থী হিসেবে চন্ডিবরপুর ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন স.ম. জহুরুল কামাল, আউড়িয়ায় মো: মশিয়ার রহমান, শাহাবাদে নজরুল ইসলাম, মাইজপাড়ায় এস,এম মাহবুব মোর্শেদ জাপল, হবখালীতে মো: রিয়াজুল ইসলাম টিংকু, তুলারামপুরে আনিচুর রহমান। হবখালি ওয়ার্কার্স পার্টির এসএম আব্দুস সাত্তার, মুলিয়ায় সুবোধ বিশ্বাস এবং চন্ডিবরপুরে খেলাফত আন্দোলনের মো: মিজানুর রহমান মৃধা মনোনয়ন জমা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আউড়িয়ার মো: মাসুদ সিকদার, মো: মোশারেফ ভুঁইয়া, জাহিদ হাসান, মো: মাহাবুবুর রহমান, শাহাবাদের মো: এমাদুল হক নান্নু, দেলোয়ার হোসেন পান্না, জিয়াউর রহমান, মুলিয়ায় পল্লব মজুমদার, মাইজপাড়ায় শহিদুর রহমান, ফেরদৌস হোসেন, আসাদুজ্জামান বিশ্বাস, হবখালী’র বাদশা মিয়া, এম জাহিদুর রহমান মিলন ও তুলারামপুরে টিপু সুলতান।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) তফসিল ঘোষনার তৃতীয় দফায় জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ (২৭ মার্চ) ছিল মনোয়নপত্র জমা দানের শেষ দিন, যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ। মনোনয়নপত্র প্রত্যহার ৬ এপ্রিল।