English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৬:৫৬

মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ নিহত ৩
বগুড়ার শেরপুরে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫জন। সোমবার দুপুর দেড়টার দিকে  উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে মহিপুর দুগ্ধ ও প্রাণী উন্নয়ন খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত মা (৪৫) ও  ছেলের (৭) পরিচয় জানা না গেলেও আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হানিফ এন্টারপ্রাইজের চালক। তার নাম নবীর হোসেন (৫৮)। সে ঢাকার আমিনবাজার ইসাখাঁবাদের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস উক্ত স্থানে পৌঁছালে ঢাকাগামী সালমা পরিবহনের অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। শেরপুর থানার ট্রাফিক পুলিশের উপ পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস দু’টি মহাসড়কের ওপর পড়ে থাকায় যান চলাচলে সমস্যা হয়। পরে বাস দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।