English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৫:৩৭

নাটোরে ৫ জেএমবি’র যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নাটোরে ৫ জেএমবি’র যাবজ্জীবন
নাটোরে সিরিজ বোমা হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এসময়ে দুইজনকে খালাস দেয়া হয়েছে। সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান ও আব্দুল মতিন।
 
মামলার অপর আসামি শফিউল্লাহ  তারেক ও শহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়। তবে শফিউল্লাহ তারেককে অন্য জেলায় অপর একটি মামলায় মৃত্যুদণ্ড ও শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে সকালে কড়া নিরাপত্তায় সাত আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড,পেট্রোলপাম্প সহ আট স্থানে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটনা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা হলে আসামিদের আটক করা হয়। পরে ২০০৬ সালের ২৯ নভেম্বর বিচার শুরু হয়। মামলায় ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।