English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১১:৩২

দিনাজপুরে বাস উল্টে আহত ২৫

দিনাজপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে বাস উল্টে আহত ২৫

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বৃষ্টির সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা রূপসী এন্টারপ্রাইজের একটি বাস বীরগঞ্জ অতিক্রম করছিল। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ২৫ জন যাত্রী আহত হয়।