English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১০:৫৫

নারায়ণগঞ্জে হকারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে হকারকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাতে উপজেলার চনপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এরপর  সোমবার ভোরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   খোরশেদ আলমের পরিবার সূত্রে জানা যায়, তার বাড়ি রূপগঞ্জের চনপাড়ায়। তিনি পেশায় হকার ছিলেন। তার ভাই আবদুল মান্নান বলেন, রূপগঞ্জের সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা খোরশেদকে হত্যা করেছে। খোরশেদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।