English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১০:৪৭

নেত্রকোনায় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাঘড়া গ্রামে রোববার দিবাগত রাতে বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- উপজেলার ঘাঘড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া (১৪), একই উপজেলার ঘিরিয়াসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত মিয়া (১৫) ও আগিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুম বিল্লাহ (১৫)। এ সময় আহত হয়েছে উপজেলার কাটালকুচি গ্রামের আবদুস সালামের ছেলে আজিজুল ইসলাম (১৫)। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার আগিয়া চৌরাস্তা মাদ্রাসার ওপর রোববার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ফয়জুল উলুম মাদ্রাসার বোডিংএ থেকে পড়ালেখা করা ওই চার ছাত্র আহত হয়। পরে তাদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কনক দে বাবু তিনজনকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।