English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৭:৫৮

শরীয়তপুরে স্বাধীনাতা দিবস উপলক্ষে দুইদিনব্যাপি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে স্বাধীনাতা দিবস উপলক্ষে দুইদিনব্যাপি অনুষ্ঠান

মহান স্বাধীনাতা দিবস সামনে রেখে শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিদ্যালয়ে মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ডাঃ আব্দুর রাজ্জাক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।

এসময়ে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল সিকদার , ডামুড্যা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দীন আহম্মেদ, ধানকাটি ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দীন আহম্মেদ, ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, গিয়াসউদ্দিন, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ডামুড্যা উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলাম মাওলা রতন, যুবলীগনেতা খলিলুর রহমান খলিল ও চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। অংশ গ্রহণই বড় কথা। তারা আরও বলেন, এক সময় তোমাদের মত আমরাও ছোট ছিলাম। আজ আমরা বড় অফিসার, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি হয়েছি। আমরা আশাবাদী তোমরাও একদিন এ দেশে আমাদের থেকে অনেক বড় অফিসার হবে। তোমাদের দিকে চেয়ে আছে আগামী দিন গুলো। তোমাদের ভিতর থেকে কেউ হবে প্রকৌশলী, কেউ হবে ব্যাংকার, কেউ হবে জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী। তোমরাই পারবে আগামি দিন গুলোতে নেতৃত্ব দিতে। তাই তোমাদের দিকে চেয়ে আছে দেশ। ঐ সব স্থানে পৌছাইতে হলে তোমাদের অনেক পড়াশুনা করতে হবে। পড়া শুনার বিকল্প কিছু নাই। যতই পড়িবে ততই জানবে ততই শিক্ষবে। তাই তোমাদের অব্যশই বেশি বেশি পড়তে হবে। আমরা আশাবাদি আজ থেকে তোমরা তোমাদের পড়াশুনা সঠিক ভাবে চালিয়ে যাবে।