English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ০৯:৫১

কুষ্টিয়ায় সুইসাইড নোট লিখে অজ্ঞাত যুবকের আত্মহত্যা

মাহাতাব উদ্দিন লালন কুষ্টিয়া প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় সুইসাইড নোট লিখে অজ্ঞাত যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) আত্মহত্যা  করেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা আপ ট্রেনটি পোড়াদহ স্টেশন ত্যাগ করার পর এই দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

১ নং প্লাটফরমের অদূরেই পোড়াদহ ফুটবল মাঠের বিপরীতে ময়নাগাড়ী রেলগেট এর আগেই এক অজ্ঞাত পরিচয়হীন যুবক চলন্ত ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে। তার পকেটে একটি কাগজে চিঠি পাওয়া যায় যাতে লেখা ছিল আমার বাড়ীর মোবাইল নম্বর ০১৭৯০৩৯৭৭৪০।কিন্তু উক্ত নম্বর বন্ধ থাকায় পোড়াদহ রেলওয়ে থানা লাশের কোন ঠিকানা পায় নাই। চিঠি পড়ে ধারণা করা হচ্ছে প্রেম ও বিবাহ বিরোধকে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে।

পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশফাকুর রহমান লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাংলাদেশ রেলওয়ে পোড়াদহ থানার সামনে রাখা হয়েছে লাশটি কেউ চিনতে পারেনি।