English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ০৯:৪৩

ব্যক্তিগত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার মুরাদনগরে নজরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে পাঁচকিত্তা গ্রামের একটি ব্রিজের ওপর ঢাকার একটি বেসরকারী কোম্পানীর কর্মচারী এবং ওই গ্রামের আবদুল মালেকের পুত্র নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের অলেক মিয়ার ছেলে আবুল হোসেন শিলের (২৮) ব্যক্তিগত বিরোধ নিয়ে বাকতিবণ্ডা হয়। এক পর্যায়ে আবুল হোসেন শিল ক্ষিপ্ত হয়ে নজরুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।