English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ০০:৪৫

ওবায়দুরের দুইটি এ্যালবাম বাজারে এসেছে

নিজস্ব প্রতিবেদক
ওবায়দুরের দুইটি এ্যালবাম বাজারে এসেছে

সংগীত শিল্পী ওবায়দুর রহমানের সম্প্রতি নতুন দুইটি অডিও এ্যালবাম বাজারে এসেছে । তাকে এই এ্যালবামে গায়ক, কম্পোজার, মিউজিক এরেঞ্জারসহ বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে দেখা যাবে।  এ এ্যালবাম দুইটির নাম প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২। যাতে রয়েছে সব মিলিয়ে ১৫টি গান।

ইতিমধ্যেই এ্যালবাম দুইটির বেশ কিছুর গান শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।  এ এ্যালবাম দুইটির বিশেষত্ব হলো প্রহেলিকা-১ ও ২ এর সকল গানগুলো একোস্টিক গীটারে করা। এবং বাংলাদেশের সংগীতের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ একোস্টিক গীটার কেন্দ্রিক স্টুডিও ডাব্ল এ্যালবাম। শিল্পীর নিজস্ব কম্পোজিশন ছাড়া এ এ্যালবাম দুইটিতে যত মিউজিক ইন্স্রুমেন্ট ব্যবহৃত হয়েছে, যেমন একোস্টিক, লিড, রিদম ও বেস গীটার, ড্রাম্স ও পারকাশন। এই সব বাদ্যযন্ত্রগুলো বাজিয়েছেন শিল্পী ওবায়েদ নিজে একাই।  আর প্রতিটি গানের কন্ঠ দিয়েছেন ওবায়েদ।

প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২ এর গানগুলো কিছুটা আত্মকেন্দ্রিক, বেশিরভাগ গানগুলোই লেখা হয়েছে শিল্পীর জীবন দর্শন, অভিজ্ঞতা, আশা, আকাঙ্খা নিয়ে। প্রতিটি গানগুলোর কথা, সুর, কম্পোজিশন ও গায়কী ধরনে যথেষ্ট নতুনত্ব আছে। এই ডাব্ল এ্যালবাম দুইটির কিছু উলেখযোগ্য গানগুলো হলো একাকিত্ব, চিরম্লান, মৌনতা, দোষ, ভয়, আধার, পাশবিক, সিকারোক্তি, বিরত্ব সহ আরও বেশ কিছু গান।

প্রহেলিকা-১ ও ২ এ্যালবাম দুটো শিল্পী ওবায়েদের নিজস্ব উদ্যোগে বার করেছে। এবং এ্যালবাম দুটোর গানগুলো সফট্ মেলো রক ধাচের। আশির দশকের মিউজিক শুনে বড়ো হওয়া শিল্পী ওবায়েদের। সেই সময়কার পাশ্চাত্যের রক, পপ মিউজিক এবং নব্বইয়ের অলটারনেটিভ মিউজিক তার সংগীতের প্রতি উৎসাহ জাগিয়েছে। ওবায়েদের সব সময়ের প্রেরনা ছিল এমন কিছু গান সৃষ্টি করা, যার আবেদন বছরের পর বছর থাকবে। যার মাধ্যমে ওবায়েদ দেশের শ্রোতা মহলের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবেন।

এ্যালবাম দুটির কভার সহ প্রহেলিকা-১ ও ২ এর সিডি দুইটির সকল চিত্র কর্ম শিল্পী ওবায়েদের নিজের করা। যিনি একাধারে একজন সংগীত শিল্পী ও পেইন্টার। শিল্পী ওবায়েদের অনেক আশা যে তার প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২ এর শ্রুতিমধুর গানগুলো বাংলাদেশে সংগীত প্রিয় সকল মানুষের ভাল লাগবে। এ্যালবাম দুইটি সিডি আকারে বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে।  এই সাথে প্রহেলিকা-১ ও ২ এর সকল ১৫টি গান ইউটিউবে ও শোনা যাবে। অ্যালবাম দুটি পাওয়া যাচ্ছে অ্যামাজন ও এমই লেভেলসহ কয়েকটি অনলাইন আউটলেটে।

শিল্পী ওবায়দুর রহমান বলেন, সুর-সংগীতের পাশাপাশি বাদ্যযন্ত্রও আমি বাজিয়েছি। এমনকী অ্যালবামের প্রচ্ছদটিও আমার তৈরি করা। ভাবের পূর্ণ্যতার জন্যই দুটি অ্যালবাম একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, সিডি ছাড়াও অ্যালবামের গানগুলো শোনা যাবে ইউটিউবে।

শুনতে ক্লিক করুন