English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ২০:৪০

শখের মোটরসাইকেলেই ব্যবসায়ী মৃত্যু!

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
নিজস্ব প্রতিবেদক
শখের মোটরসাইকেলেই ব্যবসায়ী মৃত্যু!

চুয়াডাঙ্গা জীবননগর বাজারের বিশিষ্ট কাঁচামাল আড়ত ব্যবসায়ী মফিজ উদ্দিন(৫৫) শখ করে মোটরসাইকেল কিনে সেই মোটরসাইকেল দূর্ঘটনায় নির্মম মৃত্যুর শিকার হয়ে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্র জানান, জীবননগর পৌর এলাকার হাসপাতালপাড়ার মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে মফিজ উদ্দিন মন্ডল মফিজ জীবননগর বাজারের বিশিষ্ট কাঁচামাল আড়ত ব্যাবসায়ী। তিনি বড় শখ করে গত এক মাস আগে পালসার মোটরসাইকেল কিনেছিলেন। মোটরসাইকেলযোগে প্রত্যেকদিন মফিজ উদ্দিন বাজারের ব্যাবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন। নতুন গাড়ী আর নতুন চালক হিসাবে তার মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করতো।

একইভাবে মফিজ উদ্দিন গতকাল বৃস্পতিবার বেলা দেড়টার দিকে তার মোটরসাইকেলযোগে বাড়ী থেকে বাজারের ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তার বাড়ীর অদূরে হঠাৎ গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত জীবননগর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু যশোর হাসপাতালের ডাক্তারও তাকে সুস্থ্য করে তুলতে ব্যর্থ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নেয়ার সময় আজ ভোর বেলা  পথিমধ্যে মারা যান। তিন সন্তানের জনক পরিবারের একমাত্র অভিভাবকের মৃত্যুর খবরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়ে যায়। তার মৃত্যুতে জীবননগর বাজারের ব্যাবসায়ীরাও শোকাহত। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মফিজ উদ্দিনের লাশ বাড়ীতে এসে পৌঁছায়নি বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।