English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১৮:০০

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজের কাছে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের ১০জন আরোহী।   শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-হবিগঞ্জ-আউশকান্দি রুটের লোকাল বাস চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে আউশকান্দি থেকে হবিগঞ্জ আসার পথে মহাসড়কের বাহুবল উপজেলার মৌছাক এলাকার করাঙ্গী ব্রিজের কাছে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী রুপালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জ-আউশকান্দি পরিবহনের চালক ও হেলপার মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।   বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।