English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৮:০৫

প্রধানমন্ত্রীর কাছে একটি অসহায় পরিবারের আর্তি

রেজাউল কবির রাজিব, টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কাছে একটি অসহায় পরিবারের আর্তি

টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের অনুমোদীত প্লানে নির্মাণাধীন একটি ভবন বিনা নোটিশে ভেঙ্গে দিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা ও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়।

ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা জানান, তাদের এক প্রতিবেশী দেড় কাঠা জমি কিনে জোরপূর্বক প্রায় দুই কাঠার ওপর ঝূঁকিপূর্ণভাবে ৫তলা বাড়ি নির্মাণ করেন। নির্মাণকালে ভবনটির চার তলার ছাদ ধসে দুর্ঘটনাও ঘটে। এতে সিটি করপোরেশন ভবনটির নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণাধীন অবকাঠামো অপসারণের নির্দেশ দেয়। কিন্তু সিটি করপোরেশনের এই নির্দেশ অমান্য করেই কোন ধরণের নকশা বা অনুমোদিত প্ল্যান ছাড়াই ৫তলা ভবনের নির্মাণ সম্পন্ন করেন ওই ভবন মালিক।

গত মঙ্গলবার এই অবৈধ ভবন মালিক ইসাহাক হোসেনের অভিযোগের ভিত্তিতেই রাজউক পাশের অনুমোদীত প্ল্যান অনুযায়ী নির্র্মাণাধীন চার তলা ভবন ভেঙ্গে দিয়ে যায়। ভবন মালিকরা এসময় অনুমোদিত প্ল্যানসহ বৈধ সব কাগজপত্র প্রদর্শন করলে ঘটনার সময় উপস্থিত রাজউকের অথরাইজ অফিসার মিজানুর রহমান তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলেও তারা অভিযোগ করেন।

এদিকে অবৈধ ভবন মালিকের পক্ষ নিয়ে পাশের বৈধ ভবন ভেঙ্গে দেয়ার প্রতিবাদ জানাতে ক্ষতিগ্রস্তদের পক্ষে এলাকাবাসীও প্রতিবাদ সভায় অংশ নেন। পরে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তার ছোট বোন শ্যামলী আক্তার, প্রতিবেশী আলহাজ আলী আকবর, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বেদন, হাজী মোস্তফা ভূইয়া, আব্দুল লতিফ, আব্দুর রহমান প্রমুখ। এক প্রশ্নের জবাবে লাভলী জানান, তার পিতা ও ভাই উভয়ে গুরুতর অসুস্থ। এ অবস্তায় রাজউক তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং গ্যাস লাইনের রাইজারও খুলে নিয়েছে। তিনি এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। রাজউক কর্মকর্তাদের এই অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে রাজউক আসলে কার ? রাজউক যদি অবৈধ ভবন মালিকের পক্ষ নিয়ে থাকে তাহলে বৈধভাবে বাড়ি নির্মাণ করে লাভ কি?