English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৭:৫১

তুরাগে ১০ বছরের শিশু ধর্ষিত

নিজস্ব প্রতিবেদক
তুরাগে ১০ বছরের শিশু ধর্ষিত

রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় শারমিন (১০) নামে একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযান চালিয়ে পুলিশ হেলাল (২৮) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে। হেলালের বাবার নাম মৃত আব্দুর রহমান হাওলাদার। তাদের বাড়ী মাদারীপুর জেলা সদরের দক্ষিণ কাওয়া কুলী গ্রামে।

গত ১৭/৩/১৬ তাং  চকলেটের লোভ দেখিয়ে তাকে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানায় শিশুটির মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধলিপাড়া এলাকায় থাকে শিশুটি ও তার মা-বাবা।  একই বাড়ির ভাড়াটিয়া হেলাল গত ১৭/৩/১৬ তাং  চকলেটের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষ করে শিশুটিকে। প্রতিদিনের মত কাজ শেষ করে রাতে বাসায় ফিরে মা দেখতে পায় মেয়েটি খুড়িয়ে খুড়িয়ে হাটছে এবং কান্না কাটি করছে। মেয়ের এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করলে, শিশুটি তার মাকে ধর্ষণের কোথা খুলে বলে। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে স্থানীয় ডাক্তার দাড়া মেয়েটির চিকিৎসা করানো হয়। এতে শারীরিক অবস্থার উন্নতি না হলে তার ২দিন পর টঙ্গি সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত  চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চার দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৩/৩/১৬ইং তারিখ দিবাগত রাতে শিশুটির মা শিশুটিকে নিয়ে তুরাগ থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ১১ তারিখ ২৪/৩/১৬ । তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষক হেলালকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ।