English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ০৯:২৯

মিরসরাইয়ে ট্রাক ও সিএনজির সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে ট্রাক ও সিএনজির সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজারের পোল মোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত দুজনের মধ্যে একজন সিএনজি চালিত অটোরিকশা চালক এবং অপরজন যাত্রী বলে জানা গেছে।   জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, মধ্য রাতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গাড়ি দুটি থানায় নেয়া হয়েছে।