English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৯:৩৭

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জজ কোর্টের পিপি এ্যড. শামসুজ্জোহা।

এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সভাপতি মাহাতাব উদ্দিনসহ জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক সমাজ থেকে জঙ্গীবাদ, বাল্যবিবাহসহ বিভিন্ন কুসংস্কার দূরকরণে ইমামদের ভূমিকা রাখতে আহবান জানান। পরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত কোরআন শরীফ বিতরণ করেন অতিথিবৃন্দ।