English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৯:২৮

নড়াইলের আগুনে ১৪টি বাড়ি পুড়ে ছাই

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের আগুনে ১৪টি বাড়ি পুড়ে ছাই

নড়াইলের লোহাগড়ায় উপজেলার নলদী ইউনিয়নের কালিনগর গ্রামে আগুনে ১৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে কালিনগর গ্রামের জাহিদুল মোল্যা স্ত্রী জলি বেগম রান্না করার সময় অসাবধানতাবসত তার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশ-পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। 

আগুনে আবুল হোসেন, আহাদুজ্জামান, মিজানুর রহমান, জাহিদুল মোল্যা, পান্নু মিয়া, আবুল কাশেম, আলমগীর মোল্যা, জাকির মোল্যা ও আতাউর মোল্যার বাড়িসহ ১৪টি ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে নড়াইল জেলা ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে যায়।