English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৮:২৭

ওসি ঘুষ থেয়ে লাবলুকে ছাড়ে

উজ্জ্বল রায়
ওসি ঘুষ থেয়ে লাবলুকে ছাড়ে

নড়াইলের লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা ১০ হাজার টাকার বিনিময়ে মেলা কমিটির আয়োজক লাবলু মোল্যাকে ছেড়ে দেয়, এমন অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও রোববার (২০ মার্চ) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামে এলাকাবাসীদের উদ্যোগে ঘোড় দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

বিকালে ঘোড় দৌড় শেষে সন্ধ্যায় জুয়া খেলার রমরমা আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে লোহাগড়া থানার ওসি বিপ্লব সাহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মেলা কমিটির অন্যতম সদস্য ওই গ্রামের মৃত শহিদ মোল্যার ছেলে লাবলু মোল্যা (৩৬) আটক করে থানায় নিয়ে আসেন।

গতকাল সোমবার সকালে ওসি ১০ হাজার টাকার বিনিময়ে আটক লাবলুকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওসি বিপ্লব কুমার সাহা মোবাইল ফোনে জানান, ‘লাবলুর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’