English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৮:১০

নড়াইলে গ্রামের কাগজের সম্পাদক বিরুদ্ধে অাটক পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে গ্রামের কাগজের সম্পাদক বিরুদ্ধে অাটক পরোয়ানা

নড়াইলে ১ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত গ্রামের কাগজের সম্পাদক মোঃ মবিনুল ইসলাম আজ আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে আটক পরোয়ানা জারী করেছেন।

নড়াইল ১নং বিচারিক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ হারুর অর রশীদ এ আদেশ দেন।

গত ২০ জানুয়ারী ২০১৬ ঔই মামলায় নড়াইল সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে মুহাম্মদ জাকারীয়্যার আদালত জামিন মঞ্জুর করেন।  এরআগে  ১০ সেপ্টেম্বর ২০১৫  সকালে নড়াইল সদর আমলি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ হারুর অর রশীদ ঐ একই মামলায় গ্রামের কাগজের সম্পাদক মবিনের বিরুদ্ধে আটক পরোয়ানার আদেশ দেন ।