English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১২:৩৪

নড়াইলে বাল্যবিয়ের হিড়িক

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বাল্যবিয়ের হিড়িক
নড়াইলে বাল্যবিয়ে

বিভিন্ন মন্ত্রণালয়ের ও এনজিওদের প্রচার-প্রচারণায়ও থামানো যাচ্ছে না  নড়াইলে বাল্যবিয়ে। গত একমাসে তিন বাল্যবিবাহ বন্ধ চারজনকে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করেছে জেলার ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার  লাহুড়িয়া, ইতনা গ্রামে এসব বাল্যবিয়ের ঘটনা বেশি ঘটেছে।

জানা যায়, গতকাল ভ্রাম্যমান আদালেতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম রেজা এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের লুৎফার রহমানের মেয়ে ও লাহুড়িয়া সিনিয়র সিদ্দিকিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী স্বাপ্না খানম (১৬)’র সাথে একই গ্রামের কাদির পাড়ার জামাল ফকিরের ছেলে হাবিবুল্লাহ ফকির (২৫)’র মধ্যে শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের বাবা, হবু বর ও ঘটককে সাতদিন করে কারাদণ্ডাদেশ দেন।

এদিকে, একই ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত গোলজার মোল্যার মেয়ে ও মাকড়াইল কেকেএস ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী ফরিদা ইয়াসমিন (১৬)’র সাথে একই ইউনিয়নের এগারোনলী গ্রামের কায়েম মোল্যার ছেলে রবিউল মোল্যা (২০)’র মধ্যে শুক্রবার বিকালে বিয়ের দিন ধার্য ছিলো।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হলে বরসহ বরযাত্রী সটকে পড়ে। এ সময় কনের মা রেক্সনা বেগম ও বরের দুলাভাই রাসেলকে দুই হাজার টাকা করে জরিমানাসহ মুচলেকা আদায় করা হয়। পরে গভীর রাতে ফের বিয়ের আয়োজন করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই গ্রামের নিসার আলীর বাড়িতে উপস্থিত হয়ে হবু বর রবিউল মোল্যা ওরফে সুজন (২০)কে ১৫ দিনের জেল ও নিসার আলীকে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা আদায় করেন।

অপর দিকে, উপজেলার ইতনা গ্রামের আলমগীর শেখের মেয়ে ও দৌলতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী খাদিজা খানম (১৫)’র সাথে একই গ্রামের পশ্চিম পাড়ার মোশারফ মোল্যার ছেলে শিমুল মোল্যা (১৭)’র মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার রাতে মেয়ে খাদিজা খানম প্রেমিকের বিয়ের প্রলোভনে ছেলের বাড়িতে চলে আসে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্রবার সকালে সেলিম রেজা ওই বাড়িতে উপস্থিত হয়ে দু’জনেরই অপ্রাপ্ত বয়স হওয়ায় ছেলের পিতা মোশারফ মোল্যা ও মেয়ের মা কুলসুম বেগমকে ৩ হাজার টাকা করে জরিমানাসহ প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবন্ধ হবে না মর্মে মুচলেকা আদায় করেন।