নড়াইলে নমিনেশন জটে নৌকার মাঝিরা

নড়াইলে অদৃশ্য কারনে নমিনেশন জট না খুলায়, প্রতিক্ষার প্রহর শেষ হচ্ছেনা নৌকার মাঝিদের,বইছেনা নির্বাচনী প্রচার প্রচারনার নৌকার পাল। জানা যায়, দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় দলের মনোনয়ন পাওয়ার অপেক্ষায় নৌকার মাঝিরা।
প্রথম ও দ্বিতীয় ধাপে নড়াইলে নির্বাচন না হওয়ায়,তৃতীয় ধাপে ২৩শে এপ্রিলে জেলার ৩৯ টি ইউনিয়নের মধ্যে নির্বাচন হবে সদরের ৭টি ইউনিয়নে। নির্বাচন কমিশন ঘোশিত তফশিল অনুযায়ী ২৭ শে মার্চ মনোনয়ন জমাদানের শেষদিন। যাচাই বাছাই ২৯,৩০ মার্চ। মনোনয়ন প্রত্যাহার ৬ এপ্রিল নির্বাচন ২৩ এপ্রিল। জেলা আওয়ামীলীগের জেলা উপজেলা পর্যাদের নেতাদের সমন্বয়ে গঠিত নমিনেশন বোর্ডের নিকট মনোনয়ন প্রত্যাশীরা নিয়মানুযায়ী সাক্ষাতকার প্রদান করেছেন এ মাসের প্রথম থেকেই। মনোনয়ন বোর্ড ৩জনের নাম উল্লেখ, করে সুপারিশ ও কেন্দ্রে পাঠিয়েছেন এবং ১৫ মার্চ প্রথম ৭টি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করার কথা থাকলেও আজ অবদি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে গোপন সূত্রে জেনেছেন আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন চন্ডিবরপুর ইউনিয়নে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া, আউড়িয়ায় পলাশ মোল্যা,শাহাবাদে খশরুল আলম পলাশ,মুলিয়ায় রবিন্দ্রনাথ অধিকারী,মাইজপাড়ায় জিল্লুর রহমান, হবখালীতে চঞ্চল,তুলারামপুরে বুলবুল হোসেন। এদের মধ্যে প্রকৃত আওয়ামীলীগ যারা করেন তারা মনোনয়ন পায়নি। তারই পরিপ্রেক্ষিতে শাহাবাদ সহ একাধিক ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের লোকেরা মানববন্ধন বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্দোলন শুরু করে যা বিভিন্ন মিডিয়া সামাজিক গনমাধ্যমে প্রকাশিত হয়। তদুপরি মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ঢাকায় কেন্দ্রিয় নেতাদের শরনাপন্ন হয়ে নিজেদের পক্ষে দেন দরবার শুরু করে। এসব কারনে ঝুলে আছে নড়াইলের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা।
এবিষয় নিয়ে নড়াইলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ছাড়া ও এলাকায় কথা ছড়িয়েছে বিএনপি জাতীয়পাটি ও ওয়ার্কাস পাটি থেকে সদ্য আওয়ামীলীগে যোগ দেওয়া প্রার্থীরা অন্যান্য ইউনিয়ন গুলোতে মনোনয়ন পাচ্ছেন। নড়াইলে বিএনপির প্রার্থীদের মধ্যে কোন তাপ উত্তাপ না থাকলেও আওয়ামীলীগের প্রার্থীরা পাওয়ার আশায় নানান প্রতিশ্রুতি দিচ্ছেন মডেল ইউনিয়ন গড়তে। তেমনি নড়াইলের সদর উপজেলার ১০ নং ভদ্রবিলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে চায় মোঃ সাইদুর রহমান(সহিদ)। ১৬ তারিখ নমিনেশন বোর্ডের সাক্ষাতকারের পর এ ঘোষনা দেন সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক মোঃ সাইদুর রহমান(সহিদ)।
নমিনেশন বোর্ড সূত্রে জানা গেছে ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষে ১৪ জন নমিনেশন পেপার ক্রয় করলেও বর্তমান চেয়ারম্যান লিয়াকত শিকদার, আবিদুল ইসলাম আবিদ,হামিদ কাজি,আল ইমাম শিকদার ,হুমাউন,হাফিজুর রহমান,সরয়ার সরদার,উজ্জ্বল.জাহাঙ্গির আলম নমিনেশন বোর্ডে উপস্থিত হয়ে সাক্ষাতকার প্রদান করেন।
এদের সকলেই ইউনয়নের উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন। মোঃ সাইদুর রহমান(সহিদ) বলেন, বর্তমানে আওয়ামীলীগ শক্তিশালী দল। তারপরও ভদ্রবিলা ইউনিয়নকে সন্ত্রাস,মাদকমুক্ত করে রাস্তা ঘাট ব্রীজ সংস্কার করে মডেল ইউনিয়ন করতে চাই। ইউনিয়নের ৭০ভাগ জনগন আমার সাথে আছে এবং আমার পাশে থেকে মডেল ইউনিয়ন গড়তে সহযোগিতা করবে। ভদ্রবিলা ইউনিয়ন সরেজমিনে ঘুরে জানাগেছে আওয়ামীলীগ থেকে সৎ যোগ্য প্রার্থীকে নমিনেশন দিলে ইউনিয়নের বেশিরভাগ ভোটাররা মনে করেন তার কোন প্রতিদন্দি প্রার্থী থাকবেনা,সে সিলেকশনে চেয়ারম্যান নির্বাচিত হবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস এর কাছে নমিনেশনের বিষয় জানতে চাইলে বলেন, আমরা এলাকায় বিভিন্ন সুত্রে জরিপ করে ৩জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবো কেন্দ্রে থেকে যাকে সিলেকশন করবে আমরাও তাকে দোয়া করবো এবং ইউনিয়নের নেতাবৃন্দকে তার পক্ষে প্রচার প্রচারনা করে জয়যুক্ত করতে আহবান জানাবো। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু এর নিকট জানতে চাইলে বলেন,নমিনেশনের ব্যাপারে আমরা ডিএসবি,ডিবি,এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপের্টি সংগ্রহ করেছি যাদের তথ্য ভালো পাওয়া গেছে তাদের মধ্য থেকে তিনজনের নাম ব্যখ্যাসহ কেন্দ্রে প্রেরন করা হয়েছে।