English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১১:৫০

দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধা নিহত

আব্দুর রহমান(জসিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে সফুরা বেগম(৭২)নামে একজন বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার কাদিপুর গ্রামের গাংপাড়ার মৃত ভাগ্যমান মন্ডলের স্ত্রী।

শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া এই ঝড়ে এলাকার বিপুলসংখ্যক ঘরবাড়ি-গাছপালা ব্যাপকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানান গেছে, সফুরা বেগম বিকেলে বাড়ীর কাছে একটি মাঠে ভুট্টা শুকাচ্ছিলেন। এসময় তিনি বাড়ী ফেরার চেষ্টা করলে ঝড় আঘাতে আচড়ে পড়েন। পরে মারাত্মক আহতাবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাতেই তিনি মারা যান।

অপরদিকে একই গ্রামের স্কুল পাড়ার মিনারুলের স্ত্রী রহিমা বেগম(৩০) বাড়ীর উঠানে দাড়িয়ে থাকা অবস্থায় বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে বাতাসের একটানা গতিবেগ ছিলো ঘন্টায় ৫৫ কিলোমিটার। এসময় জেলার আবহওয়া অফিস ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।