English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ২১:৫৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত

মেহেরপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত

মেহেরপুরের মুজিবনগরে পিকনিক বাস-নছিমন সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরো ১০জন।

আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই যুবলীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে স্যালা ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফিরছিল। মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে (কৌশিক পরিবহন) পাবনার একটি পিকনিক বাসের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক বাগোয়ান গ্রামের কটাশেখের ছেলে টুকু মারা যান। দুর্ঘটনার পর হাসপাতালে মিলু খার ছেলে তুফান খা, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম ও হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মারাত্মক আহত  ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত রাশেদুল ইসলাম, মেসের আলী, মনিরুল ইসলাম ও হাসিবুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন বাসটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও গ্রামবাসী আহতদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেয়। দমকল বাহিনী গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। আতঙ্কে পিকনিক বাসের যাত্রীরা ঘটনার পালিয়ে যায়।