English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ২০:১৭

৭৬০০ পিস ইয়াবা জব্দ, অাটক ভাইবোন

নিজস্ব প্রতিবেদক
৭৬০০ পিস ইয়াবা জব্দ, অাটক ভাইবোন

চট্রগ্রাম থেকে এস এ পরিবহনের মাধ্যমে বগুড়ায় আসা রাইচ কুকারের ভেতর থেকে ৭৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এসময় রাইচ কুকারের মালিক বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার (হাকির মোড়) মাসুমের মেয়ে কোহিনুর বেগম (৩৮) এবং তার ছোট ভাই আলিফকে (৩২) হাতেনাতে অাটক করে র‌্যাব।

মঙ্গলবার রাতে এসএ পরিবহনের বগুড়া অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এই তথ্য জানায়। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মফিজুল ইসলাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।