English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৮:৪৪

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা সৈয়দপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে। এসময় কনের মা-বাবাকে আর্থিক জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর এসিল্যান্ড (ভূমি) মাসুম আলী বেগের হস্তক্ষেপে বাল্যবিয়েটি বন্ধ হয়।

এসময় বিয়ের কনে সানজিদার বয়স প্রমাণের বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি পরিবারের লোকজন। কনে সানজিদা জানায়, সে এ বিয়েতে রাজি ছিল না। সানজিদা গোদনাইল সৈয়দপাড়া এলাকার সেলিমের মেয়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা সেলিম এবং মা অযুফাকে এক হাজার টাকা জরিমানা করেন।

মাসুম আলী বেগ জানান, কনের পরিবার জানিয়েছে যে সানজিদার বয়স বর্তমানে ১৬। সে ৪ বছর পূর্বে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করেছিল। মেয়েটিকে যাতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেয়া না হয় সেজন্য তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।