English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ২১:২১

২০২১ আগেই দেশ মধ্যম আয়ে পৌছাবে

নিজস্ব প্রতিবেদক
২০২১ আগেই দেশ মধ্যম আয়ে পৌছাবে
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ে পৌছাবে।’
 
মঙ্গলবার বিকেলে রাজশাহীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ‘দেশকে মধ্যম আয়ে রুপান্তর করতে ২০২১ সাল পর্যন্ত ধরা হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করছে। ২০১৮-১৯ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ে পৌছাবে।’ আমির হোসেন আমু বলেন, ‘উত্তরবঙ্গের দুজন প্রভাবশালী রাষ্ট্রপতি ছিলেন। তাদের আমলে উত্তরবঙ্গের কোনো উন্নতি হয়নি। বছরে দুইবার মঙ্গা হতো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে আর মঙ্গা হয়নি। এদেশের মানুষ মঙ্গা ভুলে গেছে। বাংলাভাই সৃষ্টি করে এ দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গিবাদ নির্মূল করেছে।' সম্মেলন উদ্বোধন করে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। জেলা যুবলীগের সভাপতি আবু সালেহের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি,আখতার জাহান এমপি,আব্দুল ওয়াদুদ এমপি, আয়েন উদ্দিন এমপি প্রমূখ।