English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৮:৪১

পুলিশের হাত পা বেঁধে কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
পুলিশের হাত পা বেঁধে কোটি টাকা লুট

শরীয়তপুরের গোসাইরহাট বাজারে ডাকাতির ঘটনায় একজন গুলিবিদ্ধিসহ দুইজন আহত হয়েছেন। এসময়ে বাজারের টহল পুলিশ দুইজনকে হাত পা বেঁধে লুট করে ১ কোটি টাকার মালামাল। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুকমল কর্মকার (গলিবিদ্ধ) ও কৃষ্ণ দাস।

সরেজমিনে গিয়ে জানা যায়, গোসাইরহাট বাজারে ৪ জন পুলিশ টহলরত ছিল। আনুমানিক ২টার দিকে প্রায় ১৮০ জন ডাকাত বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গোসাইরহাট বাজারে আসে। এবং টহলরত পুলিশের দুইজনকে হাত পা বেঁধে ফেলে।

পরে ডাকাত দল গোসাইরহাট বাজারের নিউ আর কে গিনি হাউজ, জনক অলংকার ভবন, নিউ শিলা হাউজ, দীলিপ স্বর্ণ হাউজ, মুদি দোকানসহ একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। প্রায় ২ ঘন্টাব্যাপি ডাকাতি চলে। এ কাজে বাধা দিতে আসলে একজন গুলিবিদ্ধসহ ২জন আহত হয়। এসময়ে পুলিশ সংবাদ পাওয়া সত্ত্বেও ডাকাতদের ধরার জন্য এগিয়ে আসেনি।

দোকানিরা বলেন, রাত আনুমানিক ২ টার দিকে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রে সজ্জিত একদল ডাকাত আমাদের বাজারে হামলা চালায়। আমাদের বাজারের ৪টি স্বর্ণের দোকান একটি মুদি দোকানসহ একটি মোবাইলের দোকানে ডাকাতি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। এতে লুটের পরিমান অঙ্কে দ্বাড়াবে ১ কোটি টাকা। তিনি আরও বলেন, তাৎক্ষনিকভাবে থানায় সংবাদ পাঠালেও পুলিশ বাজারে আসেনি।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ডাকাতির ঘটনা সত্য। আমাদের দুইজন পুলিশ সদস্যকে বেঁধে ডাকাতরা বাজারে ডাকাতি চালায়। বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।