English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১১:৩৮

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:
ষ্টাফ রিপোর্টার
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ আনসার সদস্য নিহত

হবিগঞ্জ সদর উপজেলার সুরাবৈ গোলচত্বর এলাকায় আনসারবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১৫ আনসার সদস্য।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিয়াউল হক (৩০), সজিব মিয়া (২৮) ও বাবুল মিয়া(২৫)। তারা সবাই আনসার ভিডিপির সদস্য।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সকালের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ মহড়ায় অংশ নিতে বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন আনসার সদস্যরা। পথে হবিগঞ্জের সুতাবৈ গোলচত্বর এলাকায় পৌঁছলে ঢাকাগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন আনসার সদস্য নিহত ও আহত হয় আরো অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে মোট ৪০জন আনসার সদস্য ছিলেন।

শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।।