English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ০৯:৫৪

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা ও দুই ছেলে। তাদের তিনজনের বাড়ি মহাজনহাট নামক স্থানে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। তারা ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুইজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।