English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১১:২১

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত এএসঅাই

নিজস্ব প্রতিবেদক
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত এএসঅাই

গাজীপুর সদরে ট্রাক ও টহল পুলিশের মাইক্রোবাসের সংঘর্ষে হারুন অর রশিদ (৩৫) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় আরও দুই কনস্টেবলসহ তিনজন আহত হন।

গাজীপুর সদর উপজেলার শিরিষতলা এলাকায় শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, টহলরত পুলিশ বহনকারী মাইক্রোবাসের সঙ্গে শ্রীপুরগামী একটি ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন মাইক্রোবাসের ৪ যাত্রী এএসআই হারুন অর রশিদ, কনস্টেবল মানিক (৪৫) ও জব্বার (৩২) এবং মাইক্রোবাসচালক ফারুক (৩০)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে হারুন অর রশিদ মারা যান। মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) হেলালুর রহমান জানান, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য লাশও ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।