English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১১:০৩

ব্রাহ্মণবাড়িয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির তিন শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-  তাসলিমা (০৭), আবদুর রহমান (০৯), ইয়ামিন (০৬), আবু কালাম (৩০),  ইব্রাহিম মিয়া (১৭), এখলাস মিয়া (২০) ও জরিনা বেগম (৩০)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে আবু কালামের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, শুক্রবার রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামের এক গৃহবধূ এলপি গ্যাস দিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে তিন শিশুসহ সাতজন দগ্ধ হন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল। শিউলি বেগম চুলায় আগুন ধরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।