English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১০:৫২

হাতিয়ায় গণপিটুনিতে নিহত ৪ ডাকাত

নিজস্ব প্রতিবেদক
হাতিয়ায় গণপিটুনিতে নিহত ৪ ডাকাত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশযসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ ও আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে  হাতিয়ার বয়ারচর ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে একটি নৌকায় করে প্রায় ১২ জন লোক হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসে। এ সময় ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে চেয়ারম্যান ঘাট ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য তাদের ৪ জনকে আটক করে নিয়ে যায়। তারা পুলিশের কাছে নিজেদের ডাকাত বলে পরিচয় দেয়। এবং নৌকায় আগ্নেয়াস্ত্র আছে বলে জানায়।
 
একপর্যায়ে তাদের সঙ্গে আসা সন্দেহভাজন ডাকাতরা আটক চারজনকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলার সময় ডাকাতরা ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উত্তেজিত জনতা চারদিক থেকে ঘিরে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আপর দুজন আহত হয়। পরে আহত পুলিশ সদস্য ও সন্দেহভাজন দুই ডাকাতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছিরুল হক বলেন, একদল ডাকাত পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে জখম করেছে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে। মরদেহ চারটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।