বার নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত “সফিকুল আলম-মফিজুল ইসলাম” পরিষদ কুমিল্লা বারে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। আজ ১১ মার্চ শুক্রবার দুপুর পৌনে ১২টায় জেলা আইনজীবী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক অ্যাড. আমজাদ হোসেন প্রাথমিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত “সফিকুল আলম-মফিজুল ইসলাম” পরিষদ হতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিজয়ী হয়েছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত “হাসেম-সাঈদ” পরিষদ ৪টিতে বিজয়ী হয়েছেন।
জেলা বার সমিতি’র অফিস সূত্রে জানা যায়- ওই নির্বাচনে ১৭টি পদে দু’টি প্যানেলে ৩৪ জন প্রার্থী লড়াই করেছেন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী অ্যাড. সফিকুল আলম পেয়েছেন ৩৯৯ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. আবুল হাসেম খান পেয়েছেন ৩৭৮ ভোট, সহ-সভাপতি পদে আ’লীগ সমর্থিত অ্যাড. মোসলেম মিঞা পেয়েছেন ৩৭৫ ভোট ও বিএনপি সমর্থিত অ্যাড. আবু নছর আব্দুল কাদের ভূঁইয়া পেয়েছেন ৩৭৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত অ্যাড. কাজী মজিবুর রহমান পেয়েছেন ৩৫২ ভোট ও আ’লীগ সমর্থিত অ্যাড. দীপাল কুমার চৌধুরী পেয়েছেন ৩৪২ ভোট, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাড. মফিজুল ইসলাম পেয়েছেন ৪১০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. সহিদুল হক সাঈদ পেয়েছেন- ৩৫২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাড. মোঃ সুলতান আহমেদ (৩) পেয়েছেন ৪৪৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. খোরশেদ আলম পেয়েছেন- ৩২২ ভোট, ট্রেজারার পদে বিএনপি সমর্থিত অ্যাড. মোঃ মনিরুল ইসলাম পেয়েছেন ৪১৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. জাহাঙ্গীর আলম ভূঁইয়া পেয়েছেন ৩৬০ ভোট, সেক্রেটারি লাইব্রেরী পদে বিএনপি সমর্থিত অ্যাড. আবু মুছা ভূঁইয়া পেয়েছেন ৩৯০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ধন্ধি অ্যাড. আমজাদ হোসেন লিটন পেয়েছেন ৩৭৫ ভোট, সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে বিএনপি সমর্থিত অ্যাড. আলম মাহমুদ (সাগর) পেয়েছেন ৪২২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. গিয়াস উদ্দিন মজুমদার পেয়েছেন ৩৪৭ ভোট, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে আ’লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. খন্দকার মারুফ পেয়েছেন- ৪১৯ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি অ্যাড. মনি আক্তার পেয়েছেন ৩৫৮ ভোট, সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে আ’লীগ সমর্থিত অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪২২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ৩৪৮ ভোট। এ ছাড়াও মেম্বার অব দি ম্যানেজিং কমিটি’র ৭টি পদের মধ্যে আ’লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. অ্যাড. কুলসুম আক্তার পেয়েছেন ৪১৫ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. নূর জাহান খান পেয়েছেন ৩৯৫ ভোট, অ্যাড. মোঃ শুক্কুর আলী (সাফী) পেয়েছেন ৩৯৩ ভোট, অ্যাড. মোঃ আজাহারুল ইসলাম পেয়েছেন ৩৮৮ ভোট, অ্যাড. মোতাহার হোসেন পেয়েছেন ৩৮৭ ভোট, অ্যাড. মোঃ ফজলুর রহমান কামাল পেয়েছেন ৩৮৩ ভোট ও অ্যাড. মোঃ তরিকুল ইসলাম মজুমদার পেয়েছেন- ৩৭৩ ভোট। উল্লেখ্য যে, আ’লীগ সমর্থিত সহ-সভাপতি পদে আ’লীগ সমর্থিত অ্যাড. মোসলেম মিঞা ৩৭৫ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আ’লীগ সমর্থিত অ্যাড. কুলসুম আক্তার ৪১৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং বিএনপি সমর্থিত অ্যাড. নূর জাহান খান ৩৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এদিকে, জেলা আইনজীবী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক অ্যাড. আমজাদ হোসেন বলেছেন- কুমিল্লা বারে এ বছর ৮শ’ ২৯ জন ভোটারের মধ্যে ৭শ’ ৯১ জন ভোটার তাঁর মূল্যবান ভোট প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলমত নির্বিশেষে কুমিল্লা বারের সকল আইনজীবী, আইনপ্রয়োগকারী সংস্থা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা।
প্রসঙ্গত, ১০মার্চ বৃহস্পতিবার বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৬-১৭ইং সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ১৭টি পদে দু’টি প্যানেলে ৩৪ জন প্রার্থী লড়াই করেছেন। এ বছর ৮শ’ ২৯ জন ভোটারের মধ্যে ৭শ’ ৯১ জন ভোটার তাঁর মূল্যবান ভোট প্রয়োগ করেছেন।