English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৬:৩৯
ইউপি নির্বাচন

বিএনপি নেতাকে নৌকা প্রতীক দেয়ার অভিযোগ আ’লীগের

বিএনপি নেতাকে নৌকা প্রতীক দেয়ার অভিযোগ আ’লীগের

 

 

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা আবুল খায়ের মোল্যাকে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা দলীয় ত্যাগী নেতাদের দলীয় প্রতীক দেয়ার দাবিতে মানববন্ধনও করেছেন।

শুক্রবার সকালে নড়াইল-নওয়াপাড়া সড়কের খলিসাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হিট্টু, অমিত কুমার বালা পিযুস, অশোক বিশ্বাস, সচিন্দ্রনাথ বিশ্বাস, অমিত কুমার প্রমূখ।

এসময় বক্তরা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আবুল খায়ের মোল্যাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার চক্রান্ত চলছে। বক্তরা দাবি করেন, এ ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। অন্য কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হলে কঠোক কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বক্তরা। জানাগেছে, এ ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম হিট্টু,সাধারন সম্পাদক অমিত কুমার বালা পিযুস, সহ-সভাপতি অশোক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, রেজাউল হক, রাজিব হোসেন এবং আবুল খায়ের মোল্যা দলীয় মনোনয়ন পত্র জমা দেন।