English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৬:২৮

নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

অ্যাথলেটিক্স পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল সৈয়দ হাসান ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। নড়াইলের তিনটি উপজেলার প্রায় ২০০ শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অলনাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বি.এস.এস এর শরিফুল ইসলাম, বিডি খবরের ওবায়দুর রহমান প্রমুখ।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।