English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৬:২০

পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে মেয়র আনিসুল হক

ষ্টাফ রিপোর্টার
পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে মেয়র আনিসুল হক

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের খাল ও ময়লার ড্রেন পরিষ্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার দুপুরে আগারগাঁও শেওড়াপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্মীদের বিভিন্ন সড়ক ও খালের ময়লার পরিষ্কারের কাজ ঘুরে দেখেন মেয়র। এসময় স্থানীয় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন রশিদ জনি তার সঙ্গে ছিলেন।   

মেয়র এসময় আশাবাদ ব্যক্তি করে বলেন, আসন্ন বর্ষা মৌসুমে যাতে রাস্তায় পানি জমে জলাবদ্ধার সৃষ্টি না হয় যেজন্য আমরা খালগুলো পরিষ্কার ও ড্রেনেজ ব্যবস্থাকে আরো উন্নত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও এপ্রিলের মধ্যে ঢাকাকে একটি পরিষ্কার পরিছন্ন সবুজ নগরী গড়তে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। একাজ সিটি করর্পোরেশনের একার পক্ষে করা সম্ভব নয়। তাই নগরবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ বাসা, হাসপাতাল, রাস্তায়, স্কুলসহ সব প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগান।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্র লীগ নেতৃবৃন্দ।