English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৫:৩৪

বাল্যবিয়ে আয়োজন করায় কনের বাবা, বর ও পুরোহিতকে কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
বাল্যবিয়ে আয়োজন করায় কনের বাবা, বর ও পুরোহিতকে কারাদন্ড

নড়াইলের লোহাগড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা রবীন্দ্রনাথ সেন, হবু বর শিব কুমার রায় ও পুরোহিত গণেশ চক্রবর্তীকে সাতদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা এ দন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহাগড়ার চরদৌলতপুর গ্রামের রবীন্দ্রনাথ সেনের মেয়ে ইতনা স্কুল অ্যান্ড কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী সুষ্মিতা সেনের সাথে নড়াইল সদরের আগদিয়া গ্রামের গৌর চন্দ্র রায়ের ছেলে শিব কুমারের বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বাবা, হবু বর ও পুরোহিতকে সাতদিন করে কারাদন্ডাদেশ দেন।