English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৫:৩০

নড়াইলে দুই শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক ২

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দুই শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক ২

নড়াইলে দুই শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানাগেছে, গতকাল সন্ধ্যায় সদরের আদমপুরের ইকরামুল ফরাজির ছেলে নিরব (৪) ও ভাইপো মেহরাবকে (৫) বাড়ির পাশ থেকে দুই নারী অপহরণের চেষ্টা করে।

এসময় ওই দুই শিশুর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জনতা দুই নারীকে ধরে পুলিশে দেয়া।

ইকরামুল ফরাজি জানান, ওই দুই নারী তাদের বাড়ি কখনো রাজশাহী, কখনো রংপুর, কখনো অন্য কোনো জেলার পরিচয় দিয়েছে। এ সময় তাদের কাছে চকলেট, বিস্কুট ও বেলুন ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।