English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ২০:২৯

মাটিরাঙ্গায় তীব্র ভাঙন বসবাড়ী রক্ষায় এলাকাবাসীর সর্বাত্মক চেষ্টা

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
মাটিরাঙ্গায় তীব্র ভাঙন বসবাড়ী রক্ষায় এলাকাবাসীর সর্বাত্মক চেষ্টা

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ধুলিয়া খালের তীব্র ভাঙনের থেকে নিজেদের গ্রাম, চলাচলের ব্রীজ ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় এলাকাবাসীর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে মাটিরাঙ্গরা মিস্ত্রি পাড়া ও নতুন পাড়া গ্রামে নিজেদের গ্রাম, ব্রীজ ও একটি আবাসিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধুলিয়া খালের ভাঙ্গনের কবল থেকে বাচাঁনোর জন্য  খুটি গেড়ে নদীর গতি পথ পরিবর্তন করে দেয়ার চেষ্ঠা করেন স্থানীয় শিক্ষার্থী ও স্থানীয়রা। 

এতে এলাকা অনেক লোকজন নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করেন। এলাকাবাসীরা জানান সরকার এর কোন ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাটি রক্ষা করা কঠিন হবে। এবং ঢাকা-খাগড়াছাড়ি-চট্টগ্রামের সংযোগ সড়কের ব্রীজটি বিলিন হয়ে যাবে। দারুসসুন্না আবাসিক মাদ্রাসার অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন মিয়াজী ও প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুর রহিম জানান, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এ মাদ্রাসা ও ৩টি গ্রাম ধলিয়া নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন। ইতিমধ্যে মাদ্রাসাটির ২টি আবাসিক ভবন ও রান্না ঘরটি নদীতে বিলীন হয়ে গেছে।  

মাটিরাঙ্গা উপজেলার প্রকল্প কর্মকর্তা রাজ কুমার শীল বলেন, এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা লিখেছি এর দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য।