English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ২০:১৪
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

খাগড়াছড়িতে শিক্ষক নির্যাতন ও লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শিক্ষক নির্যাতন ও লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

শ্রেনী কক্ষে শিক্ষক নির্যাতন ও লাঞ্চিত করে কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি জেলা ও সদর প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি শাপলাচত্ত্বরে মানববন্ধন শেষে সংগঠনটি জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এ্যামেলি দেওয়ান, সদস্য সচিব  মোঃ মাসুদ পারভেজ, পানছড়ি গর্গ্যজ্জ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী প্রমূখ।    মানববন্ধনে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নারীর সম্মান প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ, সেখানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সর্বানন্দেও মতো হিংস্র হায়না দ্বারা নারী শিক্ষককে লাঞ্চিত করে সম্মান হানি করাকে জাতির জন্য শুধু অপমানই নয় প্রধানমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।

এসময় তারা বর্বোরোচিত ঘটনায় শিক্ষক সমাজের আজ মুখ লুকানোর মত কোন নিরাপদ জায়গা নেই বলে উল্লেখ কওে ম্যানেজিং কমিটি বাতিল এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। 

প্রসঙ্গত, গত ৩ মার্চ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিপালী রাণী দাস ও মনি রাণী তালুকদারকে শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় নির্মম ভাবে নির্যাতন ও লাঞ্চিত করে বিদ্যালয় থেকে বের করে দেয়।