English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১২:০৬

নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নড়াইলে আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সালামাবাদ ইউনিয়নের সাবেক সদস্য গোলাম নবীর (৫৫) সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছে। তার বাম পায়ের রগ ও বাম হাতে হাড় কাটা জখম করে দিয়েছে দুর্বৃত্তরা।

দিবাগত রাত সাড়ে আটটার দিকে কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামে শাহিনের বাড়ির সামনে কালিয়া-গোপালগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। গোলাম নবীর বাড়ি উপজেলার জোকার চর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, গোলাম নবী মোটর সাইকেলে কালিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মির্জাপুর গ্রামে সন্ত্রাসী ভিট্টু শিকদার ও লিকু শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তারা গোলাম নবীকে ধরে বাম পায়ের রগ কেটে দেয় এবং কুপিয়ে বাম হাতে হাড় কাটা জখম করে। গোলাম নবীর চিৎকার শুনে আশে-পাশের বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে আহতের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।