English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১১:৫২
শনিবার আখেরী মোনাজাত

ছারছীনায় ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু আজ

ছারছীনা থেকে, মোঃ আবদুর রহমান প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
ছারছীনায় ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু আজ

শতাব্দীর ঐতিহ্যধন্য ইলমে শরীয়ত ও মা’রেফাত অর্জনের মাধ্যমে আল্লাহওয়ালা হিসেবে তৈরী করার শ্রেষ্ঠতম মারকাঝ, সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শাহ্ সূফী মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.) এর ৬৪ তম ও তারই জানেশীন মুজাদ্দিদে জামান শাহ্ সূফী মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ২৬তম ইন্তেকাল বার্ষিকী, ৩ দিনব্যাপী ১২৬ তম ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সম্মেলন সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরীফের বিশাল ময়দানে আজ শুরু হচ্ছে।

এদিকে গতকাল বাদ মাগরীব পীর ছাহেব কেবলা জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত নসীহত, মিলাদ-ক্বিয়াম ও সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন। মূলত আজ বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে। মাহফিলে ইসরামের মৌলিক বিষয়াবলীর উপর দলীল ভিত্তিক আলোচনা পেশ করবেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসারমুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খোলাফাবৃন্দ। প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব জিকির-আজকার এবং তরীকা-তাসাউফের উপওে গুরুত্বপূর্ণ তা’লীম ও শনিবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরীদানের নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।